কিভাবে এক চা বিক্রেতা ভারতের প্রধানমন্ত্রী হলেন।

নরেন্দ্র মোদী
“ভয় তো তারা পায় যারা নিজের ছবির জন্য মরে, আমি তো হিন্দুস্তানের ছবির জন্য মরি তাই আমি কাউকে ভয় পাই না”—এমনটাই বলেছেন ভারতের সবথেকে লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


Embed from Getty Images

ডোনাল্ড ট্রাম্প‌ ও নরেন্দ্র মোদি


ওনাকে আমাদের দেশের রাজনীতির জন্য আপনি পছন্দই করেন বা অপছন্দই করেন,কিন্তু তার কাজ গুলিকে কোনো মতেই উপেক্ষা করা যাবে না।
নরেন্দ্র মোদি 17 ই সেপ্টেম্বর ১৯৫০ সালে জন্মগ্রহণ করেছিলেন। তার জীবন খুবই সাধারণভাবে শুরু হয় কিন্তু নিজের দেশ ভক্তি ও পরিশ্রমের জন্য তিনি আজ এই স্থানে পৌঁছেছেন। তিনি একটি খুব গরিব পরিবারে জন্ম নিয়েছিলেন। যখন তিনি ছোট ছিলেন তখন বাড়ির আর্থিক সাহায্য করার জন্য তিনি তাঁর পিতার দোকানে তার সাহায্য করে দিতেন। নরেন্দ্র মোদী সেই সময় ট্রেনের বগি তে গিয়ে গিয়ে চা বিক্রি করতেন। তার পিতার নাম দামোদর দাস মুলচান্ড মোদী ছিল ও তার মায়ের নাম হীরাবেন মোদি ছিল। তারা একটি ছোট কাঁচা ঘরে থাকতেন। বাবার চায়ের দোকানে সাহায্য করতে করতে নরেন্দ্র মোদী পড়াশুনোর পুরো খেয়াল রাখতেন। তিনি তার স্কুলের পড়াশোনা ভাটনগর থেকে পুরো করেন। বিয়ের কিছুদিন পর নরেন্দ্র মোদি তার বাড়ি ছেড়ে দিয়েছিলেন। নরেন্দ্র ছোটবেলা থেকেই দেশ ভক্ত ছিলেন।১৯৬২ সালে যখন ভারত-চীন যুদ্ধ হয়েছিল ,সেই সময় তিনি ট্রেনের ভেতরে সৈনিকদের জন্য খাবার ও চা নিয়ে যেতেন।১৯৬৫ সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই সময়ে ও তিনি দেশের সৈনিকদের সেবা করেছিলেন। ১৯৭১ সালে তিনি RSS এর প্রচারক হয়ে গেলেন এবং নিজের পুরো সময়টা RSS কে দিতে শুরু করলেন।তখন তিনি দেশের মানুষের সমস্যা ভালো করে বুঝলেন ও ভারতীয় জনতা পার্টির ভীত মজবুত করার জন্য গুরু্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।১৯৭৫ সালের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী রাজনীতি ছেত্র তে বিবাদ হওয়ার কারনে rss এর মতো সংস্থা দের ওপর প্রতিবন্ধীতা লাগিয়ে দেন কিন্তু তা সত্বেও মোদী জি দেশের মানুষের সেবা চালিয়ে গেলেন। ১৯৮০ সালে তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে বিজে ডিগ্রী প্রাপ্ত করলেন।
2001 সালের অক্টোবরে নরেন্দ্র মোদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়। নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রীর প্রথম কাজ 7 অক্টোবর 2001 থেকে শুরু করেন। এরপর মোদি জি রাজকোট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আশ্বিন মেহেতা কে হারান। মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন নরেন্দ্র মোদী তার সমস্ত কাজ খুব ভালো করে করতেন এবং তিনি গুজরাট কে আবারো মজবুত করে তুলেছিলেন। তিনি গুজরাটের প্রত্যেক বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেন। তিনি প্রথমবার দেশে কোন রাজ্যের সমস্ত নদীকে একসাথে মিলিয়ে ছিলেন যার ফলে পুরো রাজ্যে জলের সমস্যা দূর হয়ে যায়।এরপর তিনি এশিয়ার সবথেকে বড় সোলার পার্কের নির্মাণ করলেন গুজরাটে।এছাড়াও তিনি আরো অনেক অদ্ভুত কাজ করেছিলেন।দেখতে দেখতেই তিনি গুজরাট কে ভারতের সব থেকে শ্রেষ্ঠ রাজ্য বানিয়ে তুললেন। এর মধ্যেই মার্চ ২০০২ এর গুজরাটের গোধরা কান্ডের সাথে নরেন্দ্র মোদির নাম জড়িত হয়। এই কাণ্ডের জন্য নিউইয়র্ক টাইমস মোদি প্রশাসনকে দায়বদ্ধ বলেন। গোধ্রা কান্ড তে গুজরাটের গোধরা নামক শহরে ট্রেন স্টেশনে সাবর্মতি ট্রেনের S6 কোচে আগুন লাগার কারণে ৫৯টি মানুষের মৃত্যু হয়। এরপর গুজরাটে দাঙ্গা বেঁধে যায় ও বারোশোর বেশি মানুষ মারা যায়। এরপর হাইকোর্ট একটি পরিদর্শন দল বানালেন। পরিদর্শনকারীর দলের রিপোর্টের অনুযায়ী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোন উচিত প্রমাণ পাওয়া যায়নি। গুজরাটে নরেন্দ্র মোদি কিছু মন্দির ভেঙে ফেলতে একটুও ভাবেনি যেগুলো সরকারি নিয়ম অনুযয়ী তৈরি করা হয়নি।এই উদাহরণ দিয়ে বোঝা যায় যে তিনি কোনো ধর্মের বিরুদ্ধে নয় তিনি হলেন শুধু অন্যায়ের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর ভালো কাজের জন্য গুজরাটের মানুষেরা তাকে পরপর চার বার মুখ্যমন্ত্রী বানায়।গুজরাটে মোদির ভালো কাজ দেখে বিজেপির ঊর্ধ্বতন নেতারা মিলে মোদি কে ২০১৪ সালের লোক সভা নির্বাচনের প্রধান মন্ত্রী ঘোষিত করেদেন।এর পর তিনি গোটা দেশ চালানোর দায়িত্ব পেয়ে আরো বেশি পরিশ্রমী হয়ে উঠেন ।তিনি দিনে ১৮ ঘণ্টা কাজ করেন। মোদিজি বলেন যে "কঠোর পরিশ্রম কখনো ক্লান্তি নিয়ে আসে না কঠোর পরিশ্রম সন্তুষ্টি নিয়ে আসে"।নরেন্দ্র মোদী একজন খাঁটি নিরামিষভূজি ও তিনি নিজের সাস্থের সম্পূর্ণ খেয়াল রাখেন। মোদীজি তার মা কে খুব ভালোবাসেন।তিনি বলেন”আমার কাছে আমার বাবা ঠাকুরদার কিছু নেই আর আমার কিছু চাইও না,আমার কাছে যা আছে তা হলো আমার মায়ের আশীর্বাদ”।নরেন্দ্র মোদী ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী দের মধ্যে একজন।

আমাদের আজকের জীবনী এখানেই শেষ । আমি আশা করি আপনি নরেন্দ্র মোদির জীবনী থেকে কিছু শিখলেন । দয়া করে নীচে আপনার মতামত জানাবেন। এবং আমাদের সাইটটি বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে উপরে দেওয়া শেয়ার বাটানে টিপে শেয়ার করবেন।যদি আপনি আমাদের সাইটে নতুন থাকেন তাহলে অবসসই followশব্দটিতে টিপে আমাদের সাইট টি follow করুন। পড়ার জন্য ধন্যবাদ.



নরেন্দ্র মোদির সফলতার কাহিনী ও তার জীবনবের ব্যাপারে জানতে নিচে দেওয়া বইটি পড়তে পারেন

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কিভাবে ডান হাত হারানোর পরেও দু-বার গোল্ড মেডেলিস্ট হলেন।